Earthquake of Japan: প্রবাসীদের উদ্ধারে কন্ট্রোল রুম খুলল ভারতীয় দূতাবাস

Tsunami of Japan

টোকিও, ১ জানুয়ারি: জাপানে তীব্র ভূমিকম্প ও তার জেরে সুনামি। আর এর জেরে সেদেশে প্রবাসীদের উদ্ধারে একটি বিশেষ কন্ট্রোল রুম খুলল ভারতীয় দূতাবাস। সেদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য একটি জরুরি ফোন নম্বর চালু করা হয়েছে। সেখানে নিম্নলিখিত হেল্প লাইন ও ইমেইল আইডি দেওয়া হয়েছে:

+81-80-3930-1715  (Mr. Yakub Topno)
+81-70-1492-0049 (Mr. Ajay Sethi)
+81-80-3214-4734 (Mr. D. N. Barnawal)
+81-80-6229-5382 (Mr. S. Bhattacharya)
+81-80-3214-4722 (Mr. Vivek Rathee)
sscons.tokyo@mea.gov.in
offseco.tokyo@mea.gov.in

এবিষয়ে ভারতীয় দূতাবাস তার এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি শেয়ার করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ভূমিকম্প ও সুনামির জেরে দূতাবাস একটি জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। এজন্য যে কেউ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ফোন নাম্বার এবং ই-মেল আইডি দিয়ে যে কোনও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারবেন।”


প্রসঙ্গত আজ সোমবার নতুন বছরের সকালেই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর জাপানের মধ্যাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিকরা। সূত্রের খবর, এই ভূমিকম্পের উপকেন্দ্র অনামিজু অঞ্চলের ৪২ কিলোমিটার উত্তর পূর্বে এবং ১০ কিলোমিটার গভীরে। গোটা টোকিও জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে। ভেঙেছে বড় বড় সড়ক ও ঘরবাড়ি। সেই সঙ্গে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে দেশের পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।