কেঁপে উঠল ভূ স্বর্গ! রিখটার স্কেলে তীব্রতা কত উঠল?

earthquake

দুর্গা পুজোর নিরঞ্জনের দিন কেঁপে উঠলো ভূ – স্বর্গ এবং অসম। রবিবার সাতসকালে কেঁপে উঠল অসম এবং জম্মু কাশ্মীর। অসম এবং জম্মু কাশ্মীরের কোন কোন জেলা কেঁপে উঠল ভূমিকম্পে? জম্মু-কাশ্মীরের ডোডা এবং অসমের উদলগুড়ি জেলা। রিখটার স্কেলে জম্মুর কম্পনের মাত্রা ধরা পড়েছে ৪ এবং অসমে ৪.২।

রবিবার সকাল ৬ টা নাগাদ কেঁপে ওঠে দেশের দুই প্রান্ত। ভূমিকম্পের উৎসস্থল জম্মু কাশ্মীরের গুন্ডো জেলা। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং প্রাণহানিও হয়নি। তবে সকাল সকাল ভারী ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসুন।