• facebook
  • twitter
Friday, 4 April, 2025

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার সঙ্গে বৈঠকের বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, দুই দেশ 'ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতামত বিনিময় করেছে।'

ছবি: আইএএনএস

ইতালির ফিউগিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জি-৭ বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন। তিনি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইতালির বিদেশ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

জয়শঙ্কর ইতালির উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গেও বৈঠক করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ ইতালির ডিপিএম এবং এফএম আন্তোনিও তাজানির সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন, পরিচ্ছন্ন শক্তি, সার, রেল এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। আইএমইসি, ইউক্রেন এবং ইন্দো-প্যাসিফিক বিষয়েও মতবিনিময় করা হয়েছে। সম্প্রতি ঘোষিত যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা আমাদের কার্যক্রমকে পথ দেখায়। ২০২৫ সালে তাঁকে ভারতে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক্স-এ জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠকের বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন। তিনি বলেন, ‘যখন আমরা একসঙ্গে কাজ করি, তখন আমেরিকা ও উভয়েই ভারত আরও শক্তিশালী হয়। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং আমি আজ ইতালিতে মিলিত হয়ে বিশ্ব নিরাপত্তা ও সমৃদ্ধির প্রসারে আমাদের নিবিড় সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।’

তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর বৈঠকের মূল বিষয়গুলি সামাজিক মাধ্যমে আলোকপাত করেছেন। তিনি ভারত-মার্কিন বন্ধুত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। যা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। তিনি এক্স-এ দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়েও সামাজিক মাধ্যমে তথ্য তুলে ধরেছেন। এবং চো তাই-ইউলের প্রসঙ্গে উল্লেখ করেছেন, ‘ইন্দো-প্যাসিফিক, প্রাণবন্ত অর্থনৈতিক অংশীদারিত্ব, শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক এবং সক্রিয় প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান সমন্বয়ের প্রশংসা করেছেন।’

পাশাপাশি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার সঙ্গে বৈঠকের বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, দুই দেশ ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় হয়েছে।’

প্রসঙ্গত এ বিষয়ে অন্যান্য অগ্রগতি নিয়ে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে আলোচনা করেছিলেন। এছাড়া সদ্য সমাপ্ত হওয়া ‘আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রী মিটিং প্লাস’-এর সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।