• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দিল্লি বিমানবন্দরে যুবতীর কাছ থেকে উদ্ধার ১৫ কোটি টাকার মাদক

দিল্লি বিমানবন্দরে এক মহিলাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৫ কোটি মূল্যের মাদক।মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার দিল্লি বিমানবন্দরে এক মহিলাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৫ কোটি মূল্যের মাদক। যা বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার ব্যাঙ্কক থেকে দিল্লিগামী  একটি বিমান থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

কীভাবে ধরা পড়ল মহিলা?

গতকাল শুল্ক দপ্তরের পক্ষ থেকে এক আধিকারিক জানান, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের পক্ষ থেকে ব্যাঙ্কক থেকে দিল্লিগামী একটি বিমানে যাত্রীদের মালপত্র স্ক্যানিং মেশিনে খতিয়ে দেখা হয়।

তখনই এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় মাদক দ্রব্য। মাদকের উপস্থিতি সুনিশ্চিত করতে বিমানবন্দরে নিয়ে আসা হয় কে-৯ ওয়ার্ডের কুকুর।

ব্যাগে মাদক আছে সুনিশ্চিত হওয়ার পরই ব্যাগের মালিককে ডেকে পাঠিয়ে তাঁর সামনেই ব্যাগটি খোলা হয়।

ব্যাগ খুলতেই সবুজ বাদামি প্যাকেটে প্রায় ১৫ কেজি ওজনের মাদক উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৪ লক্ষ টাকা।

মাদক উদ্ধারের পর শুল্ক বিভাগের তরফ থেকে সোশাল মিডিয়াতে বিবৃতি দিয়ে জানানো হয় মাদক বাজেয়াপ্তর ঘটনা। যুবতীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হবে বলে জানানো হয় শুল্ক বিভাগের পক্ষ থেকে।