• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

জম্মু সীমান্তে ফের দেখা গেল ড্রোন, বিএসএফ গুলি চালাতেই পালাল পাকিস্তানের দিকে

ফের জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ড্রোন উড়তে দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ড্রোন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

প্রতিকি ছবি (Photo: AFP)

ফের জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ড্রোন উড়তে দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ড্রোন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর ড্রোনটি পাকিস্তানের দিকে উড়ে যায়।

মঙ্গলবার রাত ১০ টা নাগাদ এই ড্রোনটি দেখা গিয়েছিল জম্মুর আর্নিয়া সেক্টরের কাছে, ক্কিউ এমনটাই জানানাে হয়েছে বিএসএফের তরফে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ জুলাই রাত ৯ টা ৫২ মিনিট নাগাদ আমাদের বাহিনীর জওয়ানরা একটি লাল আলাে দেখতে পায়।

সেই আলােটি কখনও জ্বলছিল, কখনও নিভছিল। জওয়ানরা সেই আলাে লক্ষ্য করে গুলি চালায়। এরপর ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। যে এলাকায় ড্রোনটি উড়ছিল সেখানেও তল্লাশি চালানাে হয়, তাতে কিছু পাওয়া যায়নি।