মর্মান্তিক দুর্ঘটনা ওড়িশায়। রবিবার ভোরে ওড়িশার বালেশ্বর জেলায় লক্ষ্মণনাথ টোল গেটের একটি কেবিনে গাড়ি ঢুকে আগুন লেগে মৃত্যু হল এক চালকের। নিহত কনটেনার চালকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কনটেনারটি ওড়িশার লক্ষ্মণনাথ টোল গেট হয়ে কলকাতা থেকে তামিলনাড়ু যাচ্ছিল। কনটেনার চালকের সঙ্গে কোনও হেলপার ছিল কিনা তা স্পষ্ট নয়।
রঞ্জন শেঠি নামে এক আধিকারিক জানিয়েছেন, রাত পৌনে ২টা নাগাদ টোল গেটে ধাক্কা মারার পর কনটেনারটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালকের মৃত্যু হয়েছে।
জলেশ্বরের এসডিপিও বলেন, চা বোঝাই কনটেনারটি কলকাতা থেকে তামিলনাড়ু যাচ্ছিল। কনটেনারটি টোল গেটের কেবিনের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। টোল গেট দিয়ে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য প্রভাবিত হয়েছিল। আগুন নেভানোর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ন্যাশনাল হাইওয়ে অফরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, টোলগেটে ধাক্কা মারার পর কনটেনারের জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায় এবং এতে আগুন ধরে যায়। রাত আড়াইটে থেকে পৌনে ৩টের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখার তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়।