ডুবোজাহাজ বুধ্বংসী ‘স্মার্ট’-এর সফল পরীক্ষা করল ডিআরডিও

ডিআরডিও (Photo: IANS)

শত্রুর জলযান নিমেষে ধ্বংস করার আধুনিক বন্দোবস্ত্র ‘স্মার্ট’ অর্থাৎ সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডোর সফল উড়ান পরীক্ষা করল ডিআরডিও ।  

ডিআরডিও সূত্রে খবর সােমবার ১১.৪৫ মিনিটে নাগাদ ওড়িশা উপকূলের হুইলার আইলগন্ড থেকে বুস্টার হিসেবে ব্যবহৃত একটি ক্ষেপনাস্ত্রকে টর্পেডাে সহ উৎক্ষেপন করা হয়। সেটি পূর্ব নির্দিষ্ট উচ্চতায় গিয়ে ভেলােসিটি রিডাকশন মেকানিজম প্রযুক্তিতে গতি হ্রাস করে টর্পোিেট নিক্ষেপ করে। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার পর টুইট করে লেখেন, ডিআরডিও সুপারসনিক ক্ষেপনাস্ত্রের সাহায্যে হাল্কা টর্পেডাে স্মার্ট-এর সফল পরীক্ষা করেছে। ডুবােজাহাজ বিরােধী যুদ্ধের ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ। ডিআরডিও এবং তা সহযােগীদের আমর অভিনন্দন জানাই।