দেশে কুকুরের কামড়ে মৃত্যুর সংখ্যা ‍বাড়ছে, উদ্‍বিগ্ন কেন্দ্র   

দিল্লি, ৩১ জুলাইকুকুরের কামড়ে ‍বিঘ্নিত হচ্ছে দেশের জনস্‍বাস্থ্য। কেন্দ্রীয় স্‍বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২৩ সালে প্রায় ৩০ লক্ষ ৫০ হাজার কুকুরে কামড়ের ঘটনা ঘটেছে দেশে। আর এই কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। মঙ্গলবার সংসদে এই তথ্য দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ লিখিত প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে ‘ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম’ চলছিল। সেখান থেকে সারা দেশে কুকুরে কামড়ানোর ঘটনার তথ্য ও সংখ্যা সংগ্রহ করা হয়। কুকুরে কামড়ানোর ঘটনা বৃদ্ধি পাওয়ায় অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়ার সংখ্যাও বৃদ্ধি করেছে কেন্দ্র। ২০২৩ সালে এই সংখ্যা হল ৪৬.৫ লক্ষ।
 
কুকুরে কামড়ানোর ঘটনা ক্রমশ ‍বৃদ্ধি পাওয়ায় আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে তথ্য সংগ্রহ করে রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চলতি বছরের মার্চে আরও একটি নির্দেশ জারি হয়। যেখানে পথকুকুর এবং পোষ্য কুকুরদের কামড়ের ঘটনার তথ্য পৃথকভা‍বে নিতে বলা হয়। মঙ্গলবার কেন্দ্রের তরফে সংসদে বলা হয়, ‘‘কুকুরের কামড়ের ঘটনা‍ বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যকে তহবিল এবং সাহায্য করার কাজ চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার।’’


কুকুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার আশঙ্কা সবক্ষেত্রে না-থাকলেও, কুকুর কামড়ালে এআরভি নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। প্রথম, তৃতীয়, সপ্তম এবং ২৮তম দিনে এই ভ্যাকসিন দেওয়া হয়। সেই এআরভি নেওয়ার জন্য সরকারি চিকিৎসাকেন্দ্রে মানুষের ভিড়ও বাড়ছে বলে কেন্দ্রের দেওয়া তথ্যে প্রকাশ।