আরজি কর হাসপাতালের ঘটনার পর চিকিৎসকদের হাসপাতালে সুরক্ষা নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তার মধ্যেই ফের রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন চিকিৎসক। বুধবার সকালে চেন্নাইয়ে হাসপাতালের মধ্যেই চিকিৎসককের উপর ছুরি নিয়ে চড়াও হলেন এক রোগীর ছেলে। জানা গিয়েছে,তাঁর ক্যানসারে আক্রান্ত মায়ের ওই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে চিকিৎসা চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত চিকিৎসক ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউ বিভাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা যথাযথভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত দোষীর বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।