• facebook
  • twitter
Monday, 7 April, 2025

দেশে ফের বাড়ছে করোনা

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী,২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন।

ফের চোখ রাঙাচ্ছে। কোভিড। দেশে একলাফে ১৭ হাজার ছুঁয়ে ফেলেছে সংক্রমণ। মার্চ মাসের পর থেকে ধিরে ধিরে কমছিল করোনা , কিন্তু , জুন মাসে এসে ফের তা বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন।

করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনের।

এখনও পর্যন্ত কোভিড টিকা দেওয়া হয়েছে ১৯৬ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ২১৭ জনকে। বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে।

এদিন সংশ্লিষ্ট রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২১৮ জন , যা গতদিনের থেকে ৬০ শতাংশ বেশি। মহারাষ্ট্রে সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে মুম্বইয়ে। গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যানটা ৪ হাজার ১৬৬ জন।

করোনার চতুর্থ ঢেউ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অবশ্য এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না বিশেষজ্ঞরা।

News Hub