অন্যায়ের কাছে মাথা নােয়াব না : রাহুল গান্ধি

রাহুল গান্ধী (File Photo: IANS)

মহাত্মা গান্ধি’র ১৫১ তম জন্মবার্ষিকীতে তাঁরই বাণী টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার পথ আটকায়  পুলিশ । রাহুল শুক্রবার তার টুইটে  ‘জাতির জনক ’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করার  পাশাপাশি উত্তরপ্রদেশের ঘটনার প্রতিক্রিয়াও প্রতিফলিত করছেন । একটু ঘুর পথে তিনি সরকারকে খোঁচা দিয়েছেন । রাহুলের শ্রদ্ধাজ্ঞাপন টুইটটি ছিল, ‘কোনও অন্যায়ের কাছে মাথা নত করব না । অসত্যকে সত্য দ্বারা জয় করব । সেই সঙ্গে আমি দুনিয়ার কাউকে ভয় করব না । অসত্যের বিরােধিতা করতে সমস্ত কষ্টকে সহ্য করব । দিল্লি-নয়ডা সীমান্তে উত্তরপ্রদেশ পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কার কনভয় আটকে দেয়। গাড়ি থেকে নেমে হেঁটে এগােতে চাইলে পুলিশ তাঁদের পথ আটকায় । সেই ঘটনাকে  নিয়েই গান্ধি জয়ন্তীতে সরকারকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন রাহুল ।