নির্বাচনী ঘোষণাপত্রে সিএএ, নিট বাতিল থেকে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার প্রতিশ্রুতি স্ট্যালিনের

চেন্নাই, ২০ মার্চ– বুধবার রাজ্যের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান স্ট্যালিন ২০২৪-এর লোকসভা ভোটের দলীয় ইস্তাহার ঘোষণা করলেন৷ সেই ঘোষণাপত্রে প্রতিশ্রুতিতে জায়গা পেয়েছে সিএএ, নিট বাতিল থেকে রাজ্যপালের ক্ষমতা খর্ব সবই৷ এর পাশাপাশি রয়েছে ‘এক দেশ এক নির্বাচন’ও লাগু করার দাবিও৷ একই সঙ্গে শ্রীলঙ্কা থেকে আসা তামিলভাষীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার উল্লেখ্যও রয়েছে৷

তামিলনাড়ু বর্তমানে রাজ্য সরকার-রাজ্যপাল বিবাদে খবরের শিরোনামে৷ পশ্চিমবঙ্গ, কেরল, তেলেঙ্গানার রাজ্যপালেরা আপাতত রাজ্যের বিরুদ্ধে সংঘাতে ধীরে চলছেন বলেই রাজনৈতিক মহলের অভিমত৷ কিন্তু তামিলনাড়ু রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের কতটা অবনতি তারই চিত্র ধরা পড়ল সরকারের এই দলীয় ঘোষণাপত্রে৷

ডিএমকে প্রধান স্ট্যালিন ২০২৪-এর লোকসভা ভোটের দলীয় ইস্তাহার ঘোষণা করে এদিন বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাজ্যপালদের ক্ষমতা ছাঁটাই করা হবে৷ আদৌ রাজ্যপাল পদের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে একটি কমিটি গড়বে নতুন সরকার৷ মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে ভর্তির সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট বাতিল করা হবে বলেও ঘোষণা করেছেন স্ট্যালিন৷ একই সঙ্গে তিনি জানান, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনও বাতিল করে দেওয়া হবে৷ নিট নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন স্ট্যালিন৷ তাঁর বক্তব্য, সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়ার ফলে তামিলনাড়ুর বহু কৃতি ছাত্র-ছাত্রী সুযোগ পাচ্ছে না৷ অনেক কৃতি পড়ুয়া সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছে৷ দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠন সম্ভব হলে এই প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দেওয়া হবে৷
ডিএমকের ইস্তেহারে বিজেপি তথা নরেন্দ্র মোদিকে মসনদে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরা থেকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে৷ ইস্তেহারে দাবি করা হয়েছে পেট্রল, ডিজেলের দাম লিটার পিছু ৭৫ টাকা ও ৬৫ টাকা করা হয়েছে৷ অন্যদিকে এলপিজি সিলিন্ডারের দাম ৫০০ টাকায় নামিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷


সিএএ নিয়ে ডিএমকে’র আপত্তির সঙ্গে বাকি দলগুলির বিরোধিতার ফারাক আছে৷ তামিলনাড়ুর আঞ্চলিক দলগুলির দাবি, শ্রীলঙ্কা থেকে বিতাডি়ত তামিল ভাষীদেরও ভারতের নাগরিকত্ব দেওয়া হোক৷ শ্রীলঙ্কার জাফনা দ্বীপে সে দেশের মিলিটারির অত্যাচারে বহু তামিলভাষী শ্রীলঙ্কার বাসিন্দা উত্তাল সমুদ্র পেরিয়ে তামিলনাড়ুতে আশ্রয় নিয়েছেন৷ শ্রীলঙ্কা সরকার তাদের দেশে ফিরিয়ে নিচ্ছে না৷ দীর্ঘদিন ভারতে থাকা সত্ত্বেও তাদের এ দেশের নাগরিকত্ব থেকে তাঁরা বঞ্চিত৷

অন্যদিকে, তামিলনাড়ু রাজ্য সরকারের রাজ্যপালদের ডানা ছাটতে উঠেপড়ে লেগেছে তার কারণ, রাজ্যপাল এন রবির সঙ্গে ডিএমকে সরকারের সংঘাত অতীতের সব নজির ছাপিয়ে গিয়েছে৷ প্রাক্তন পুলিশ কর্তা রবি রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল আটকে দেওয়ায় সুপ্রিম কোর্টের ভৎসর্নার মুখোমুখি হয়েছেন৷ এর আগে তিনি এক মন্ত্রীকে সরিয়ে দিতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এমন বিতর্কে জড়ান যে চার ঘণ্টার ব্যবধানে তা প্রতাহার করে নেন৷ এখন আবার তিনি এক ডিএমকে বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ পাঠে আপত্তি তুলেছেন৷

তাছাড়া বিনা সুদে পড়ুয়া ও মহিলাদের যথাক্রমে ৪ লক্ষ ও ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তেহারে৷ সেই সঙ্গে রাজ্যজুডে় বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা, পুদুচেরিকে রাজ্যের তকমা, দেওয়ানি বিধি বাতিল ও সংসদ ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা৷ এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের দাবি, ‘এটা ডিএমকের ইস্তেহার নয়, মানুষের ইস্তেহার৷ এটাই আমাদের নেতাদের শিক্ষা৷ আমরা সর্বত্র ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছি৷’ সেই সঙ্গে তাঁর দাবি, বিজেপি ভারতকে ধ্বংস করছে৷ এদিন মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন প্রধানমন্ত্রী মোদিকে৷ এবছর এরই মধ্যে তামিলনাড়ু সফরে ৬ বার এসেছেন মোদি৷ সেই প্রসঙ্গ তুলে স্ট্যালিনের কটাক্ষ, ‘উনি বন্যার সময় এলে আমি বেশি খুশি হতাম৷’

সিএএ নিয়ে তামিলনাড়ুর বিরোধীতার প্রধান কারণ সিএএ-তে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নাম রয়েছে৷ শ্রীলঙ্কার নাম নেই৷ সেই কারণে সিএএ চালু হতে তামিলনাড়ুতেও বিক্ষোভ শুরু হয়েছে৷ সেখানে বিরোধী দলগুলি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনের বিরোধিতা করার পাশাপাশি প্রশ্ন তুলেছে প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ভারত সরকার সদয় হয়ে থাকলে শ্রীলঙ্কার তামিলদের প্রতি নয় কেন৷