চেন্নাই, ২০ মার্চ– পুরোনো মুখের ওপর ভরসা রেখেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল একে অপরের কট্ট্রর শত্রু বলে পরিচিত তামিলনাড়ুর দুই দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (ডিএমকে) এবং এআইএডিএমকে৷ দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরদিন, বুধবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল ডিএমকে এবং এআইএডিএমকে৷ তামিলনাড়ুর শাসকদল প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির কন্যা তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বোন কানিমোঝি করুণানিধি, টিআর বালু, এ রাজা, দয়ানিধি মারান, তামিঝাচি থঙ্গাপান্ডিয়ান, কলানিধি বীরস্বামী, এস জগৎরক্ষগন এবং কাঠির আনন্দের মতো পুরনো মুখের উপর ভরসা রেখেছে৷ যদিও ঘোষিত প্রার্থী তালিকায় ১১টি নতুন মুখকেও রেখেছেন স্ট্যালিন৷
অন্যদিকে, ডিএমকে-র চিরশত্রু দল তথা রাজ্যের প্রধান বিরোধী শক্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এডিএমকে নিজেদের জন্য ১৬টি আসন রেখে ৫টি ডিএমডিকে এবং একটি করে আসন পিটি এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়াকে ছেডে়ছে৷ দলের সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেন, প্রথম প্রার্থী তালিকায় আমরা নতুন আসা ব্যক্তি এবং বয়সে নবীনদের প্রার্থী করায় অগ্রাধিকার দিয়েছি৷
ডিএমকের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হল বিতর্কিত নেতা ডিএনভি সেনথিলকুমারের জায়গায় ধর্মপুরী থেকে এ মণিকে টিকিট দেওয়া হয়েছে৷ প্রার্থী তালিকার অর্ধেকই হলেন নতুন মুখ এবং তাঁদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন৷