• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডিএমকে-এডিএমকে-র প্রথম প্রার্থী তালিকায় পুরনো মুখেই ভরসা

চেন্নাই, ২০ মার্চ– পুরোনো মুখের ওপর ভরসা রেখেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল একে অপরের কট্ট্রর শত্রু বলে পরিচিত তামিলনাড়ুর দুই দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (ডিএমকে) এবং এআইএডিএমকে৷ দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরদিন, বুধবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল ডিএমকে এবং এআইএডিএমকে৷ তামিলনাড়ুর শাসকদল প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির কন্যা তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বোন

চেন্নাই, ২০ মার্চ– পুরোনো মুখের ওপর ভরসা রেখেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল একে অপরের কট্ট্রর শত্রু বলে পরিচিত তামিলনাড়ুর দুই দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (ডিএমকে) এবং এআইএডিএমকে৷ দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরদিন, বুধবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল ডিএমকে এবং এআইএডিএমকে৷ তামিলনাড়ুর শাসকদল প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির কন্যা তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বোন কানিমোঝি করুণানিধি, টিআর বালু, এ রাজা, দয়ানিধি মারান, তামিঝাচি থঙ্গাপান্ডিয়ান, কলানিধি বীরস্বামী, এস জগৎরক্ষগন এবং কাঠির আনন্দের মতো পুরনো মুখের উপর ভরসা রেখেছে৷ যদিও ঘোষিত প্রার্থী তালিকায় ১১টি নতুন মুখকেও রেখেছেন স্ট্যালিন৷

অন্যদিকে, ডিএমকে-র চিরশত্রু দল তথা রাজ্যের প্রধান বিরোধী শক্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এডিএমকে নিজেদের জন্য ১৬টি আসন রেখে ৫টি ডিএমডিকে এবং একটি করে আসন পিটি এবং সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়াকে ছেডে়ছে৷ দলের সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেন, প্রথম প্রার্থী তালিকায় আমরা নতুন আসা ব্যক্তি এবং বয়সে নবীনদের প্রার্থী করায় অগ্রাধিকার দিয়েছি৷
ডিএমকের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হল বিতর্কিত নেতা ডিএনভি সেনথিলকুমারের জায়গায় ধর্মপুরী থেকে এ মণিকে টিকিট দেওয়া হয়েছে৷ প্রার্থী তালিকার অর্ধেকই হলেন নতুন মুখ এবং তাঁদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন৷