• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ধানবাদে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচনের জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ তৈরি : ডিডিসি

ভোটগ্রহনের জন্য মহিলাকর্মী পি ২, পি ৩ দের নিযুক্তি করা হয়েছে। তিনি বলেন, ধানবাদ জেলার ধানবাদ, নিরসা, সিঁদ্রি, টুন্ডি, বাঘমারা ও ঝরিয়া সহ মোট ৬ টি বিধানসভা কেন্দ্রে ২৩৭২ টি বুথ হবে।

ধানবাদ জেলা প্রশাসনের ডিডিসি সাদাত আনোয়ার।

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে আগামী ২০ নভেম্বর ধানবাদ জেলায় ৬ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে ও আগামী ২৩ নভেম্বর ২০২৪ এ ভোট গণনা করা হবে বলে ধানবাদ জেলা প্রশাসনের ডিডিসি সাদাত আনোয়ার এক সাক্ষাৎকারে জানান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধানবাদে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন করাতে জেলা প্রশাসন সম্পূর্ণ তৈরি। কিছু বিষয় নিয়ে এখনও প্রস্তুতি চলছে। এমন কি টুন্ডি বিধানসভায় মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত কিছু এলাকাতেও শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে জেলা প্রশাসন তৈরি। সমস্ত কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, অতএব ধানবাদবাসী ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। জেলা প্রশাসন সব দিকে নজর দারি রেখেছে।

ডিডিসি সাদাত আনোয়ার বলেন, এবার ইউনিক বুথও করা হবে। বিশেষ করে আদিম জনজাতি এলাকা চলকারিতে এই বুথ করা হবে। এছাড়াও মহিলাদের জন্য ১৯ টি পিংক বুথ হবে। এর জন্য মহিলা ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুবকদের জন্যও একটি বুথ হবে। ডিডিসি বলেন , বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা বুথ তৈরি হবে, যাতে তাঁরা সহজে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা করা হচ্ছে । ডিডিসি বলেন, এবার মহিলাদের জন্য ২৫ টি আবৃত বুথ তৈরি হচ্ছে।

এখানে ভোটগ্রহনের জন্য মহিলাকর্মী পি ২, পি ৩ দের নিযুক্তি করা হয়েছে। তিনি বলেন, ধানবাদ জেলার ধানবাদ, নিরসা, সিঁদ্রি, টুন্ডি, বাঘমারা ও ঝরিয়া সহ মোট ৬ টি বিধানসভা কেন্দ্রে ২৩৭২ টি বুথ হবে। মোট ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৭৫ হাজার ৮৬৯ জন। এক প্রশ্নের উত্তরে ডিডিসি বলেন, প্রত্যেকটি বুথে যাতে করে পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, ও শৌচালয় সহ অন্যান্য মৌলিক পরিষেবাগুলির সুবিধা ভোটকর্মীরা পায়, সেদিকেও প্রশাসন নজরদারি করছে। যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য জেলা প্রশাসন নিয়মিতভাবে কাজ করে চলেছে।

ধানবাদবাসীর জন্য আপনার বার্তা কী তা জানতে চাইলে ডিডিসি সাদাত আনোয়ার বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দিতে সকলকে এগিয়ে আসা উচিত, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। তিনি আরও বলেন, নির্বাচিত অফিসারদের নিয়মিত দিকনির্দেশ দেওয়া হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেশ কিছু বিষয় নিয়ে এখনও প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এগুলির কাজ হয়ে যাবে।