গ্রামীণ ভারতের রূপান্তরে সম্পত্তি মালিকানা সম্পর্কিত কার্ড বন্টন ‘ঐতিহাসিক পদক্ষেপ’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS)

প্রধানমন্ত্রী মােদি এসভিএএমআইটিভিএ স্কিমের আওতায় সম্পত্তি মালিকানা সম্পর্কিত কার্ড বন্টন প্রক্রিয়া শুরু করলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পত্তি মালিকানা সম্পর্কিত কার্ড বন্টন প্রক্রিয়া শুরু করে তিনি বলেন, ‘গ্রামীণ ভারতের রূপান্তর করার লক্ষ্যে প্রকল্পটি ঐতিহাসিক পদক্ষেপ। গ্রামের লােকজন তাদের সম্পত্তিকে আর্থিক সম্পদ হিসেবে দেখিয়ে ঋণ ও অন্যান্য আর্থিক সুযােগ গ্রহণ করতে পারবেন।’ 

প্রধানমন্ত্রী অফিসের তরফে বলা হয়েছে এসভিএএমআইটিভিএ স্কিমের আওতায় সম্পত্তি মালিকানা সম্পর্কিত কার্ডের সুবিধা ভােগ করছেন এক লাখ মানুষ। ওই এক লাখ সম্পত্তির মালিক তাদের সম্পত্তির মালিকানা সম্পর্কিত কার্ড মােবাইল ফোনে পাঠানাে এসএমএস লিঙ্ক থেকে ডাউনলােড করতে পারবেন। এছাড়াও রাজ্যগুলি প্রশাসন সরাসরি মালিকদের হাতে সম্পত্তির মালিকানা সম্পর্কিত কার্ড তুলে দেবে। 

৬ টি রাজ্যের ৭৬৩ টি গ্রামের মানুষ প্রকল্প দ্বারা লাভবান হয়েছেন। উত্তরপ্রদেশের ৩৪৬, মহারাষ্ট্রের ১০০ টি, হরিয়ানা ২২১ টি, মধ্যপ্রদেশের ৪৪ টি, উত্তরাখন্ডের ৫০ টি ও কর্ণাটকের ২ টি গ্রামের মানুষ সুবিধা পেয়েছেন। দেশের প্রধানমন্ত্রী তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন।