• facebook
  • twitter
Friday, 4 April, 2025

নামাজ পড়ার বিষয়ে আলোচনা অপ্রয়োজনীয়: চিরাগ পাসোয়ান

দেশের অন্য সমস্যা নিয়ে আলোচনা করা উচিত

ফাইল চিত্র

‘রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে আলোেচনা হচ্ছে তা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং ফালতু আলোচনা। আমি এই ধরণের আলোচনার সঙ্গে সহমত নই।’ একথা জানিয়েছেন বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসোয়ান।তিনি আরও বলেন, দেশে অনেক সমস্যা আছে। হিন্দু-মুসলিম বিতর্ক না করে তা নিয়ে আলোচনা করা উচিত। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসোয়ান। 

লোকজনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ানকে নামাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। যেই প্রশ্নের উত্তরে চিরাগ এনডিএ শরিক বিজেপিকে একপ্রকার নিশানা করেই বলেন, ‘নামাজ নিয়ে আলোচনা করা ফালতু। ওটা একটা ফালতু ইস্যু। দেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।’ চিরাগ বলেন, সমস্যা হচ্ছে আমরা এই সব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করছি। সমাজে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কোনও কারণ ছাড়াই সম্প্রদায়গতভাবে এবং মানুষে মানুষে বিভাজন তৈরি হচ্ছে। এটি সম্পূর্ণ অর্থহীন। 
 
সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, অনুমতি ছাড়া রাস্তায় বসে নামাজ পড়া চলবে না। তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবেন না। এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদান দিয়েছে মিরাট পুলিশ। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং বলছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি সামলাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না।
 
এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক সংখ্যালঘুদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে। জোটসঙ্গী বিজেপি প্রসঙ্গে চিরাগ বলেন, ‘আমি আমার জোটসঙ্গী প্রসঙ্গেও বলছি, তারা যদি এই ধরণের কথা বলে থাকে তাহলে আমি জানাচ্ছি, আমি এই ধরণের রাজনীতিতে সহমত নই। আমি বিশ্বাস করি দেশে অনেক বড় বড় সমস্যা আছে। হিন্দু-মুসলিম নিয়ে এত আলোচনা করার থেকে সেই বিষয়ে আলোচনা করা জরুরি।’
 
চিরাগের এই অবস্থান বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিহারে বিজেপির অন্যতম জোট শরিক চিরাগ। কিন্তু নামাজ নিয়ে তিরাগ যেভাবে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন এবং প্রশাসনের অবস্থানের বিরোধিতা করেছেন তা নতুন করে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।
News Hub