দিল্লি, ৪ জানুয়ারি – সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সপ্তাহ দুয়েক আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে মিমিক্রি করে বিতর্কে জড়িয়ে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেসব বিতর্ককে পিছনে ফেলেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানান ধনখড়। বৃহস্পতিবার টুইট করে একথা নিজেই জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এই রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ আচরণকে ‘গান্ধিগিরি’ বলে মনে করছে কূটনৈতিক মহল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি অভিভূত।
মিমিক্রি বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেই প্রসঙ্গে টুইট করে ধনখড় জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে জানান তিনি এই ধরনের অপমান ২০ বছর ধরে সহ্য করছেন। এখনও করে চলেছেন।’ এই ঘটনার পর নিজের কর্তব্য থেকে পিছু না হঠার অঙ্গীকার করেছিলেন জগদীপ ধনখড়। কোনও অপমানই তাঁর কাজের দিকনির্দেশ বদল করতে পারবে না বলে দাবি করেছিলেন জগদীপ ধনখড়।