কৃষকদের পাশে দাঁড়ালেন ধনখড়, তোপ দাগলেন কৃষিমন্ত্রীকে

ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার নিশানার কেন্দ্রে ছিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জগদীপ ধনকড়ের এই ক্ষোভের কারণ কৃষক আন্দোলন। ইতিমধ্যেই ৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন দেশের কৃষকরা। কৃষিমন্ত্রীর দিকে প্রশ্ন তুলে জগদীপ ধনখড় জানতে চাইলেন, লিখিতভাবে সরকারের তরফে কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি কেন?
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি। সেখানেই কৃষক আন্দোলন ইস্যুতে কৃষিমন্ত্রীর উদ্দেশে ধনখড় বলেন, ‘এক একটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে জানান, কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি পূরণ হয়েছে? প্রতিশ্রুতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এরপরই ক্ষোভ উগরে তিনি বলেন, ‘ আমি বুঝতে পারছি না কৃষকদের সঙ্গে কেন কথা বলা হচ্ছে না। তাঁদের উপহার দেওয়া তো দূর, প্রাপ্যটুকুও দেওয়া হচ্ছে না। গত বছরও আন্দোলন চলছিল এ বছরও আন্দোলন হচ্ছে। কালচক্র ঘুরছে, অথচ আমরা কিছুই করছি না।’
শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে ফের পথে নেমেছে দেশের একাধিক কৃষক সংগঠন। ৫ দফা দাবিতে দেশের কৃষকদের এই আন্দোলন নতুন করে চিন্তা বাড়িয়েছে সরকারের। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজে প্রস্তুত হয়েছে পুলিশ প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝেই এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন কৃষক সন্তান ধনখড়।