• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দিল্লির সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে বিধ্বংসী আগুন , ৭০ জন রোগী ও তিনজন নার্সকে উদ্ধার 

দিল্লি, ২৫ জুন – দিল্লির সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলবার সকালে। খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন।দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সকাল ১০টা ৪০ নাগাদ সফদরজং হাসপাতালে আগুন লাগার খবর আসে। হতাহতের কোনও খবর মেলেনি। আগুন লাগার কারণও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট

দিল্লি, ২৫ জুন – দিল্লির সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলবার সকালে। খবর পেয়েই  ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন।দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সকাল ১০টা ৪০ নাগাদ সফদরজং হাসপাতালে আগুন লাগার খবর আসে। হতাহতের কোনও খবর মেলেনি। আগুন লাগার কারণও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে জেসিবি দিয়ে হাসপাতালের কাঁচ ভেঙে সেখান থেকে প্রায় ৭০ জন রোগী ও তিনজন নার্সকে বের করা হয়।