কলকাতা:- রিয়েল লাইফে ব্যোমকেশ দেব এবং তাঁর সত্যবতী রুক্মিণী মৈত্র। এবার অনস্ক্রিন ব্যোমকেশ ও সত্যবতীর রূপে দেখা যাবে দেব- রুক্মিণীকে। ধীরে ধীরে নিজেদের লুক সামনে এনেছেন দেব- রুক্মিণী। বিরসা দাশগুপ্তর পরিচালনায় এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও শ্যাডো ফিল্মসের যৌথ ব্যানারে আসছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। কিছুদিন আগে দূরবীন হাতে একটি সাদা-কালো ছবিতে দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির নতুন সত্যবতীকে। ২৭ শে জুন নায়িকার জন্মদিন। আর বিশেষ দিনে… সামনে এল সত্যবতী রূপে রুক্মিণীর নতুন লুক। ঢেউ খেলানো লম্বা খোলা চুল, হাতে শাঁখা- পলা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল বড় টিপ, আটপৌঢ়ে করে পরা শাড়ি। অন্ত:সত্ত্বা সত্যবতীর হাত বেবি বাম্পে। রুক্মিণীর এই স্নিগ্ধ লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, তা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। সূত্রের খবর, দেবের বিপরীতে সত্যবতী চরিত্রে অভিনয় করার জন্য আগে প্রস্তাব দেওয়া হয়েছিল মৌনী রায় ও পূজা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের কাছে। তবে শেষমেশ সত্যবতী চরিত্রের জন্য বেছে নেওয়া হয় রুক্মিণীকেই । এর আগে সত্যবতীর ভূমিকায় দেখা গিয়েছে সোহিনী সরকার, ঋদ্ধিমা ঘোষকে। সেই তালিকায় নাম লেখালেন রুক্মিণী মৈত্র। এবার সত্যবতী রূপে দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য সেটাই এখন দেখার বিষয়। একদিকে সত্যবতী আর অন্যদিকে নটী বিনোদিনী রূপে শীঘ্রই পর্দায় ধরা দেবেন দেবের সঙ্গীনি রুক্মিণী । নায়িকার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’ গল্পের উপর ভিত্তি করে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে আসছে বিরসা দাশগুপ্ত। এই ছবিতে অজিত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। এছাড়া সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে মণিলালের চরিত্রে অভিনয় করতে। আগামী ১১ই অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’।
উল্লেখ্য, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর মতো অভিনেতাদের পর, এবার ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’-র মতো মতো ছবিগুলি বক্স অফিসে দারুন হিট করেছে। আবারও নতুন চরিত্রে দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার বিষয়।