করােনার নতুন প্রজাতির রূপ বদলে ‘ডেল্টা প্লাস’

প্রতীকী ছবি (File Photo: iStock)

গত কয়েক মাসের মধ্যেই করােনার ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট প্রজাতি তার নতুন উপপ্রজাতি তৈরি করে ফেলেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট এখন ভােল বদলে নতুন রূপ পেয়েছে। তার নাম ‘ডেল্টা প্লাস’।

এই প্রজাতি কতটা ভয়াবহ এবং সংক্রমক তা এখনও নিশ্চিত করে জানাতে পাছেন বিজ্ঞানীরা। তবে বড়সড় উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কারণ জানা যাচ্ছে, এই নতুন প্রজাতি নাকি কোভিডের অন্যতম ভরসাযােগ্য থেরাপি মনােক্লোনাল ককটেল অ্যান্টিবডির প্রভাব নষ্ট করে দিতে পারে। তবে সবটাই এখন রয়েছে গবেষণার স্তরে।

করােনার ডবল ভ্যারিয়েন্ট (বি .১৬১৭) প্রজাতির একটি উপপ্রজাতি হল ডেল্টা ভ্যারিয়েন্ট (বি .১.৬১৭.২)। এই ডেল্টা ভ্যারিয়েন্ট আবার বিভাজিত হয়ে জিনের গঠন বিন্যাস বদলে নতুন একটি প্রজাতি তৈরি করে ফেলেছে যার নাম দেওয়া হয়েছে ‘ডেল্টা প্লাস’ (এ.ওয়াই.১)।


করােনার ডেল্টা প্রজাতির পরিবর্তিত রূপ আমেরিকা, কানাডা, ব্রিটেন, রাশিয়া, জাপান, পর্তুগাল, পােল্যান্ড, তুরস্ক, নেপাল এবং সুইজারল্যান্ডে পাওয়া গিয়েছে। গত মে’তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে করােনার নতুন প্রজাতির নাম দিয়েছিল ডেল্টা।