বেসরকারিকরণের পথে দিল্লির ঐতিহ্যশালী অশোক হোটেল

দিল্লির অশোক হোটেল দেশের সবচেয়ে ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। বহু আন্তর্জাতিক সেমিনার, সরকারি অনুষ্ঠানের আয়োজন হোটেলেই। সরকারি অতিথিদেরও আবাসস্থল হিসাবে ব্যবহার করা হয় ঐতিহ্যশালী এই হোটেলটিকে।

সূত্রের দাবি, এবার বেসরকারি হাতে যেতে চলেছে হোটেল ‘দ্য অশোক’। কেন্দ্রের দাবি অশোক হোটেল থেকে আর লাভের মুখ তো দেখাই যাচ্ছে না। উলটে যত দিন যাচ্ছে ততই বাড়ছে লোকসানের পরিমাণ।

তাছাড়া ৬৫ বছরের পুরনো হোটেলটির অনেক আসবাবপত্রই এখন রুগ্ন সেই সব আসবাবপত্র নতুন করে কিনতে এবং হোটেলটি নতুন করে সুসজ্জিত করতে কোটি টাকা।


সেই বিপুল খরচের বোঝা খরচ হবে অন্তত ৪০০ থেকে ৫০০ আর নিজেদের কাঁধে নিতে চাইছে না সরকার সেজন্যই অশোক হোটেল বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, অশোক হোটেল বেসরকারিকরণের নীল-নকশা মোটামুটি তৈরি।

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, হোটেলটি ৬০ বছরের লিজে দেওয়া হবে কোনও বেসরকারি সংস্থা। সেই লিজের অর্থের পাশাপাশি লাভের অংশও দাবি করতে পারে কেন্দ্র। যে বেসরকারি সংস্থা অশোক চালানোর দায়িত্ব নেবে, তাঁরা নিজেদের খরচে হোটেলের অন্দরসজ্জা নতুন করে সাজাবে।

প্রয়োজনে হোটেলের ভিতরের নির্মাণ সব ভেঙে নতুন করে করা হতে পারে। তবে, হোটেলের বাইরের আকার এবং সাজসজ্জা বদলানো যাবে না যে কোনও ধরনের বদলের ক্ষেত্রেই হোটেলটির ঐতিহ্যের বিষয়টি নজরে রাখতে হবে।

সূত্রের খবর, চলতি আর্থিক বছরেই এই হোটেলটির বেসরকারিকরণের প্রক্রিয়া শেষ করতে চায় কেন্দ্র যদিও তা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ সরকারি আধিকারিকরাই প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুত মন্ত্রিসভা অশোক হোটেলের বেসরকারিকরণের প্রস্তাবে ছাড়পত্র দিতে পারে।

আসলে বাজেটে মোদি সরকার যে বিপুল অর্থ বেসরকারিকরণের মাধ্যমে রোজগারের টার্গেট রেখেছিল, তার ধারেকাছেও এখনও পৌঁছানো সম্ভব হয়নি। সেকারণেই এত তড়িঘড়ি সম্পত্তির বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে।