• facebook
  • twitter
Tuesday, 7 January, 2025

‘প্রিয়ঙ্কার গালের মতো’ রাস্তা বানাতে চেয়ে বিতর্কে জড়ালেন দিল্লির বিজেপি প্রার্থী

বিষয়টি নিয়ে হার মানতে নারাজ বিজেপির প্রাক্তন সাংসদ নরেশ বিধুরি। তাঁর মন্তব্যটি যে আপত্তিকর নয়, এই যুক্তি খাড়া করতে গিয়ে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের প্রসঙ্গ টেনে আনেন।

ফাইল চিত্র

ঠিক দুই মাস আগে বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে পরিচিত হেমা মালিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিল্লির আম আদমি পার্টির (আপ) বিধায়ক নরেশ বালিয়ান। যা নিয়ে বিজেপি নেতারা আপ বিধায়ককে আক্রমণ করেন। এবার সেই তালিকায় নাম জড়ালো বিজেপি নেতা রমেশ বিধুরির। দিল্লির কালকাজি বিধানসভার বিজেপি প্রার্থী। তিনি এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তুমুল বিতর্কে জড়ালেন। যার জেরে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নরেশ বালিয়ান রাজধানীর উত্তম নগরে বেহাল রাস্তার সংস্কারের প্রতিশ্রুতি দিতে গিয়ে সমাজ মাধ্যমে একটি লাইভ বক্তৃতা দেন। কারণ এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ ছিল দীর্ঘদিনের। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি একটি সমাজ মাধ্যমে মানুষকে প্রতিশ্রুতি দেন। সেই বক্তৃতায় উত্তম নগরের রাস্তা কেমন হবে, তাঁর তুলনা দিতে গিয়ে নরেশ বালিয়ান হেমা মালিনীর মসৃণ গালের তুলনা টানেন। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিধায়কের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। আপ সাংসদ স্বাতী মালিওয়াল এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা এই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দেন।

আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে এখন প্রচারে সরগরম রাজধানীর রাজনীতি। সেই ভোটের প্রচারে বেরিয়ে এবার দিল্লির বিজেপি প্রার্থী রমেশ বিধুরি তাঁর নির্বাচনী ক্ষেত্রে ভোটারদের প্রতিশ্রুতি দেন, ‘যদি আমি জিততে পারি, তবে এই বিধানসভায় প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ রাস্তা তৈরি করব!’ এরপরই বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁরা রমেশ বিধুরিকে নারীবিরোধী বলে আখ্যায়িত করেছেন। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘এটাই বিজেপির আসল মুখ। মহিলাদের সম্পর্কে বিধুরির যে ঘৃণ্য মানসিকতা রয়েছে, এই মন্তব্যে তা-ই প্রকাশ পেয়েছে।’

যদিও বিষয়টি নিয়ে হার মানতে নারাজ বিজেপির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। তাঁর মন্তব্যটি যে আপত্তিকর নয়, এই যুক্তি খাড়া করতে গিয়ে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের প্রসঙ্গ টেনে আনেন। কারণ, লালুও একবার রাস্তার উন্নয়নের ব্যাখ্যা দিতে গিয়ে হেমা মালিনীর প্রসঙ্গ টেনে আনেন। সেবার লালু প্রায় একইভাবে বলেন, তিনি বিহারে অভিনেত্রী হেমা মালিনীর গালের মতো মসৃণ রাস্তা বানাতে চান। ঘটনার রাজনৈতিক বিতর্কে বিধুরির জবাব, ‘হেমাজিকে যখন এই কথা বলা হয়েছিল, তখন কংগ্রেসের খারাপ লাগেনি? তিনি (হেমা) একজন খ্যাতনামা অভিনেত্রী এবং তাঁর সিনেমার মাধ্যমে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। যদি লালুর মন্তব্য ভুল হয়, তা হলে আমার মন্তব্যও ভুল।’ তিনি আরও বলেন,’জীবনে কৃতিত্ব অর্জনের নিরিখে হেমা মালিনী প্রিয়ঙ্কার তুলনায় অনেক এগিয়ে।’ ঘটনাচক্রে, হেমা বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ আর লালুর দল আরজেডি কংগ্রেসের সঙ্গেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় রয়েছে।

তবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা এই প্রথম নয়। অতীতে মসৃণ রাস্তার সঙ্গে হেমার গালের তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন শিবসেনা মন্ত্রী গুলাবরাও পাটিল এবং ছত্তীসগঢ়ের মন্ত্রী কাওয়াসি লাখমা। সেই সময়েও এই মন্তব্য ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার সেই তালিকায় নতুন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। এছাড়া শুধু হেমা মালিনীই নন, অতীতে খানাখন্দহীন মসৃণ রাস্তার সঙ্গে তুলনা টানা হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালেরও! ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি একসময় এই আপত্তিকর মন্তব্য করেছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল।