মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাসে পদপিষ্ট হওয়ার ঘটনার পর বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামী ৬ নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লির সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে রেল জানিয়েছে।
উত্তর রেলওয়ে জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত নিউ দিল্লি, ওল্ড দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং দিল্লি সরাই রোহিলা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে। ছট পুজো এবং দীপাবলি উপলক্ষে প্রচুর যাত্রী এই সময় দিল্লি থেকে তাঁদের নিজ নিজ রাজ্যে ফেরে। তাই স্টেশনে ভিড়ও বেশি থাকে বছরের অন্যান্য সময়ের তুলনায়। এই অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই আপাতত প্লাটফর্ম থেকে বিক্রি বন্ধ থাকবে।
রবিবার সাতসকালে মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাসে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘট। হাজার হাজার লোকজন বান্দ্রা থেকে গোরখপুরগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তা থেকেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এই ঘটনায়।
রাজধানী দিল্লির স্টেশনগুলির পাশাপাশি গাজিয়াবাদ জংশনেও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সিনিয়র সিটিজেন, মহিলাদের ক্ষেত্রে তাঁদের সহকারীদের প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে। এক্ষেত্রে রেলের টিকিট কাউন্টারে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে, উত্তর রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
উত্তর রেলওয়ে ভিড় নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ নভেম্বর পর্যন্ত দিল্লির দুটি স্টেশনে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই দুটি স্টেশন হল নিউ দিল্লি এবং আনন্দ বিহার টার্মিনাল। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ছট পুজো এবং দীপাবলির জেরে হওয়া ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউ দিল্লি রেলস্টেশনের আজমেরি গেট সাইডে এবং আনন্দ বিহার স্টেশনের আশপাশে যাত্রীদের কয়েক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে। এছাড়া দিল্লির স্টেশনগুলিতে রেলের তরফে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে এবং অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনগুলি সক্রিয় রাখা হচ্ছে। একই সঙ্গে অনুসন্ধান কাউন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া পর্যাপ্ত খাবার, শৌচালয়, জলের ব্যবস্থা রাখা হচ্ছে।