মেহুলকে দেশে ফেরাতে নথিপত্র পাঠিয়েছে দিল্লি

মেহুল চোকসি (File Photo: IANS)

বেসকারি বিমানে মেহুল চোক্সিকে দেশে ফেরানাের জরুরি নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে ভারত। শুক্রবারই পৌঁছে দেওয়া হয়েছে ক্যারিয়ান দ্বীপ রাষ্ট্র ডােমিনিকায়। রবিবার তা জানালেন অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।

গ্যাস্টন জানিয়েছেন ওই বিমানেই মেহুলকে ডােমিনিকা থেকে ভারতে ফেরানাে হবে কি না তা নিয়ে কিছু বলতে পারেননি গ্যাস্টনও। যদিও এ ব্যাপারে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানাে হয়নি।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকার প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত মেহুল অ্যান্টিগা থেকে পালিয়ে গত ২৬ মে ধরা পড়েন ডােমিনিকায়। তাঁকে দেশে ফেরাতে তৎপর হয়েছে ভারতের একাধিক তদন্তকারী সংস্থা।


এয়ারওয়েজের ওই বিমানটি শুক্রবার বিকেল ৩ টে ১২ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা হয়। পরে মাদ্রিদ হয়ে সেটি ডােমিনিকার গলাস চার্লস বিমানবন্দরে পৌঁছয় স্থানীয় সময় দুপুর ১ টা ১৬ মিনিটে।