• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

আজ মনোনয়নপত্র জমা দেবেন অরবিন্দ কেজরিওয়াল

কেজরিওয়াল বলেন,'আমি রাহুল গান্ধীকে নিয়ে মাত্র একটি লাইন বলেছিলাম, যার উত্তর বিজেপির পক্ষ থেকে আসছে। দেখুন, বিজেপি কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সম্ভবত এই দিল্লি নির্বাচন কংগ্রেস ও বিজেপির মধ্যে বছরের পর বছর ধরে পর্দার আড়ালে চলা 'জুগলবন্দী "-কে উন্মোচিত করবে।

ছবি: আই এ এন এস

দিল্লির বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ বুধবার মনোনয়নপত্র দাখিল করবেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

‘এক্স “-এ এক পোস্টে কেজরিওয়াল বলেন,’আজ আমি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। সারা দিল্লি থেকে আমার অনেক মা-বোন আমাকে আশীর্বাদ করতে আসবেন। মনোনয়ন জমা দেওয়ার আগে আমি ভগবানের আশীর্বাদ নিতে বাল্মীকি মন্দির ও হনুমান মন্দিরে যাব।’ দিল্লির নিউ দিল্লি আসন থেকে বিজেপির পরবেশ ভার্মা ও কংগ্রেসের সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

প্রসঙ্গত দিল্লি বিধানসভা নির্বাচন হবে ৫ ফেব্রুয়ারি এবং ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, আপ ও বিজেপি একে অপরকে ততই আক্রমণ করতে শুরু করেছে। মঙ্গলবার, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বিজেপির মধ্যে দীর্ঘস্থায়ী জোটকে উন্মোচন করবে। এটিকে “জুগলবন্দী” হিসাবে বর্ণনা করেছে। এদিকে, বিজেপি নেতা মালব্য এক্স-এ বিষয়টির জবাব দেন। বলেন, ‘দেশের জন্য পরে চিন্তা করবেন, আপাতত আপনার নিউ দিল্লির আসনটি রক্ষা করুন।’

‘এক্স “-এ এক পোস্টে কেজরিওয়াল বলেন,’আমি রাহুল গান্ধীকে নিয়ে মাত্র একটি লাইন বলেছিলাম, যার উত্তর বিজেপির পক্ষ থেকে আসছে। দেখুন, বিজেপি কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সম্ভবত এই দিল্লি নির্বাচন কংগ্রেস ও বিজেপির মধ্যে বছরের পর বছর ধরে পর্দার আড়ালে চলা ‘জুগলবন্দী “-কে উন্মোচিত করবে।

উল্লেখ্য, দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ইতিমধ্যেই ৭০টি বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৯ টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। দিল্লিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস গত দুটি বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে এবং কোনও আসন জিততে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আপ ৭০টি আসনের মধ্যে ৬২টি জিতে আধিপত্য বিস্তার করেছে, যেখানে বিজেপি মাত্র ৮টি আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছিল।