দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ধুন্ধুমার। পঞ্জাব সরকারের নিমপ্লেট লাগানো একটি গাড়ি থেকে মিলল নগদ টাকা, মদ এবং আম আদমি পার্টির পোস্টার। কোপার্নিকাস মার্গের পাঞ্জাব ভবনের কাছ থেকে গাড়িটি বাজেয়াপ্ত করেছে ফ্লাইং স্কোয়াড টিম। নির্বাচনের সময় যাবতীয় নির্বাচনী বিধি মানা হচ্ছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখে ফ্লাইং স্কোয়াড টিম।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে টাকা, একাধিক মদের বোতল এবং আম আদমি পার্টির পোস্টার উদ্ধার হয়েছে। তিলক মার্গ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, পঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি।
এদিকে পঞ্জাব ডিআইপিআর-এর তরফে জানানো হয়েছে, গাড়িটি মেজর অনুভব শিবপুরীর নামে রেজিস্টার্ড রয়েছে। তিনি পাঠানকোটের আর্মি ডেন্টাল কলেজে তিন বছর আগে কর্মরত ছিলেন। মেজর মহারাষ্ট্রের খাদকির স্থায়ী বাসিন্দা। ওই গাড়ির নম্বর প্লেটটি জাল বলে দাবি পঞ্জাব পুলিশের।
ভোটারদের বিলি করার জন্য পঞ্জাব থেকেই টাকা এবং মদ দিল্লিতে আনা হয়েছিল বলে পুলিশের দাবি। এই ঘটনায় আপের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল গোটা ঘটনাটিকে ‘চক্রান্ত’ বলে চিহ্নিত করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।