দিল্লি, ২১ মে – আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থার ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল দিল্লি পুলিশ৷এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন উত্তর দিল্লির অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ অঞ্জিথা চেপিয়ালা।এছাড়াও এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন তিনজন ইন্সপেক্টর৷এছাড়াও যেখানে স্বাতী মালিওয়ালকে মারধরের মামলাটি নথিভুক্ত করা হয়েছিল, সেই সিভিল লাইনস থানার আধিকারিকও এই তদন্তকারী দলে রয়েছেন।দিল্লি পুলিশ সূত্রে খবর, তদন্ত শেষ হলে ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে রিপোর্ট জমা দেবেন সিটের সদস্যরা৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার তাঁকে মারধর করেছেন, পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। মালিওয়ালের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার কেজরিওয়ালের বাসভবনে তাঁর ওপর চড়াও হন।তাঁকে বেশ কয়েকবার চড় মারা হয় এবং তিনি চিৎকার করতে শুরু করলে তাঁর বুকে ও পেটে লাথি মারা হয়৷ দিল্লি পুলিশের কাছে এমনটাই অভিযোগ দায়ের করেছিলেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল৷ এরপর ঘটনার তদন্ত নামে দিল্লি পুলিশ৷
দিল্লি পুলিশ শনিবার অভিযুক্ত বিভব কুমারকে গ্রেফতার করে৷তিস হাজারি আদালতে পেশ করা হলে আদালত বিভব কুমারকে পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে দিল্লি পুলিশ সোমবার ধৃতকে কেজরিওয়ালের বাসভবনে নিয়ে যায় যেখানে ১৩ মে স্বাতী মালিওয়ালকে হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ। সেখানে গিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে এবং বিভব কুমারের সমস্ত জবাব রেকর্ড করে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল তা জানতে অভিযুক্ত এবং নির্যাতিতা দুজনকেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়৷দিল্লি পুলিশের আধিকারিকরা বিভব কুমারের বাড়িতেও যান। পুলিশ বিভব কুমারের মোবাইল বাজেয়াপ্ত করেছে।স্বাতী মালিওয়ালের মারধরের ঘটনায় ইতিমধ্যে কেজরিওয়ালের বাড়ির একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে দিল্লি পুলিশ৷তবে স্বাতী মালিওয়ালের অভিযোগ, ওই ভিডিও গুলিতে কারসাজি করে আসল জায়গা ছেঁটে ফেলা হয়েছে ৷ সিসিটিভি ফুটেজের সঙ্গে আদৌ কোনও কারসাজি হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।