দিল্লি, ২৬ জুলাই– থুতু থেকে শুরু করে অন্তর্বাসও৷ কোনও কিছুই বাদ নেই দিল্লি মেট্রোর অভিযোগের তালিকায়৷ গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১৬০০ জন যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ৷ এই মামলাগুলির নেপথ্যে রয়েছে কখনও অন্তর্বাস পরে সিটে বসে থাকা যাত্রী, কখনও আবার কোনও যুগলের মেট্রোর মধ্যে গভীর চুম্বন, বাদ নেই কামরায় উদ্দাম নাচানাচি৷ আসন নিয়ে ঝামলা, হাতাহাতি থেকে শুরু করে রিলস বানানোর হরেক ঘটনাও রয়েছে তালিকায়৷ যাত্রীদের এরকর নানান কীর্তিই দিল্লি মেট্রোর অভিযোগের তালিকায়৷ এবার সেই সব ঘটনাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে নামল মেট্রো কর্তৃপক্ষ৷
সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে রিল বানানো, মেট্রো চত্বরে যত্রতত্র উচ্ছিষ্ট খাওয়া ফেলে, নোংরা করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) সূত্রের খবর, গত বছরের তুলনায় মেট্রোতে এই ধরনের ঘটনা তিন শতাংশ বেডে়ছে৷
মেট্রো কর্তৃপক্ষের মতে, বারে বারে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও হুঁশ ফিরছে না যাত্রীদের৷ বিগত বছরেও বেশকিছু যাত্রীকে এই আচরণ করার জেরে জরিমানা করা হয়েছিল৷ কিন্ত্ত এতসব করেও এমন ঘটনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না৷ দিল্লি মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, এই ধরণের ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ৷ জরিমানায় যদি কাজ না হয় তবে আগামীদিনে শাস্তির পরিমান আরও বাড়বে৷ মেট্রো রেলের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে৷
সিসিটিভি দেখে অভিযুক্ত যাত্রীদের চিহ্নিত করা হয়েছে৷ তবে দিল্লি মেট্রোতে প্রতিদিন ৬৭ লক্ষ মানুষ যাতায়াত করে৷ এত মানুষকে একসঙ্গে নজরে রাখা রাজধানীর মেট্রোর আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে৷ তবে হার না মেনে এই বিষয়ে আগামীদিনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ৷