• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রবল বর্ষণে দিল্লি ভাসছে

বৃষ্টিতে জলমগ্ন দিল্লি।মঙ্গলবার রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছিল।বুধবার তা মারাত্মক আকার নেয়।যার পর প্রবল বৃষ্টিতে ঘরবন্দি অবস্থা দিল্লির বাসিন্দাদের।

দিল্লি ভাসছে (File Photo: SNS)

মুষলধারার বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। মঙ্গলবার রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছিল দিল্লিতে। বুধবার তা মারাত্মক আকার নেয়। যার পর প্রবল বৃষ্টিতে ঘরবন্দি অবস্থা দিল্লির বাসিন্দাদের। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর (আইএসডি) তরফে জারি হয়েছে ‘কমলা সতর্কতা’।

আইএসডি-এর পরিসংখ্যান বলছে, গত দু’দশকে রেকর্ড ভেঙেছে দিল্লির বৃষ্টি। পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে বৃষ্টিপাত হয়েছে ১১২.১ মিলিমিটার, যা ১৫ বছরের পুরনাে রেকর্ড। এর আগে ২০১০ সালের ২০ সেপ্টেম্বর ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকার সম্ভাব্বা রয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আরও ঘােরালাে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই দিল্লির নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

ফলে কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তার ফলে অন্য রাস্তাগুলিতে প্রবল যানজট তৈরি হচ্ছে। দিল্লি পুলিশের তরফে বুধবার একটি ট্রাফিক সতর্কতা প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, মিন্টো ব্রিজের কাছে একটি রােড আন্ডারপাসের দু’দিকের ক্যারেজওয়ে জলমগ্ন হওয়ায় যানবাহ্ন চলাচল বন্ধ।

ট্রাফিক সতর্ক বার্তায় লালা লাজ লাজপত নগর মেট্রো স্টেশন ও সংলগ্ন রাস্তা, মূলচন্দ বাস স্ট্যান্ড এবং সংলগ্ন রিং রােড, এমস উড়ালপুল লাগােয়া অরবিন্দ মার্গ, জঙ্গপুরা মেট্রো স্টেশনের নামও রয়েছে।

মুনিরকা, এম বি রােড আন্ডারপাস, কস্তুরবা আন্ডারপাস, ঝান্ডেওয়ালা, মা আনন্দময়ী মার্গ, সরাই পিপল, নাবেলা বাওয়ানা সড়ক জাহাঙ্গিরপুরী, মদনপুর সদর এলাকাতেও জল জমার কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাস্তা জলমগ্ন হওয়ার কারণে বেশকিছু গাড়ি আটকে পড়েছে।

প্রবল বৃষ্টিতে জল কিছু বাড়িতেও ঢুকে পড়েছে। দিল্লি লাগােয়া হরিয়ানার গুরুগ্রাম, মানেসর, ফরিদাবাদ, মহেন্দ্রগড়া, ভিওয়ানির মতাে এলাকাও প্রবল বৃষ্টিতে বানভাসি। এছাড়া প্রবল বৃষ্টিতে মাটি ধসে যাওয়ার কারণে কয়েকটি সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।