বিনামূল্যে দেওয়ার রেওয়াজে ‘নিঃস্ব’ দিল্লির আপ সরকার, ভর্ৎসনা হাই কোর্টের
দিল্লি, ৩১ জুলাই– কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দিল্লির আপ সরকারকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের। এই মামলায় উচ্চ-পর্যায়ের তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে দিল্লি হাই কোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে দিল্লির আপ সরকার ও আপ পরিচালিত দিল্লি পুরনিগমকে রীতিমত কোর্টের ধমক খেতে হয় । রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে দুর্ঘটনার দায় কার? সেই ব্যাখ্যা