অবশেষে যমুনা নদীতে ‘ছটপূজা’র অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট। অতি মাত্রায় দূষণের কারণে এই ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিতে অস্বীকার করল আদালত। বুধবারের শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, এই নদী “উচ্চ মাত্রায় দূষিত”।
সম্প্রতি দিল্লির আপ সরকার সাধারণ মানুষের ইচ্ছা অনুসারে যমুনার তীরে পূজার দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। তারা পূজার অনুমতির পক্ষে সওয়াল করে। কিন্তু এই আচার-অনুষ্ঠানে বাধা না দেওয়া সরকারের পক্ষে একটি ভুল পদক্ষেপ হতে পারে বলে জানায় আদালত। তবে এক্ষেত্রে আদালত সরকারকে বিকল্প কোনও উপায় খুঁজে বের করার কথা বলে। বেঞ্চ জানায়, অন্য কোনও ঘাট যদি ব্যবহার করা যায়, যেখানে নিরাপদে এই পূজার কাজ সম্পন্ন করা যাবে এবং নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা যাবে, তাহলে সেখানে এই পূজার অনুমতি দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত পূজার অনুমতি নিয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বে গঠিত হয় একটি ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চের অন্যতম বিচারপতি তুষার গেদেলা বলেন, নদীটি প্রচণ্ডভাবে দূষিত, এখানে স্নান করলে ক্ষতি হতে পারে। এরপর বেঞ্চ পরামর্শের সুরে জানায়,’এটা আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। বাস্তব ঘটনা হল, নদীটি এতটাই দূষিত যে, এতে ডুব দিলে আপনাদের মারাত্মকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা এই আবেদন গ্রাহ্য করতে পারি না।’