• facebook
  • twitter
Saturday, 18 January, 2025

ভাড়াটেদের জন্য বিনামূল্যে জল ও বিদ্যুৎ, বিরাট ঘোষণা কেজরিওয়ালের

দিল্লির ভাড়াটেদের জন্য বড় ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আম আদমি পার্টির সরকার গঠনের পর দিল্লির লক্ষ লক্ষ ভাড়াটেও বিনামূল্যে বিদ্যুৎ ও জল পাবেন।

ফাইল ছবি

দিল্লির ভাড়াটেদের জন্য বড় ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আম আদমি পার্টির সরকার গঠনের পর দিল্লির লক্ষ লক্ষ ভাড়াটেও বিনামূল্যে বিদ্যুৎ ও জল পাবেন। কেজরিওয়াল এক সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচনের পর আমাদের সরকার গঠনের পর, আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব যাতে ভাড়াটেরাও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল পাবে।

তিনি বলেন, পূর্বাঞ্চলের বেশিরভাগ মানুষ দিল্লিতে ভাড়া বাড়িতে থাকেন। প্রতিটি বাড়িতে গড়ে ১০০ জন ভাড়াটে চরম দারিদ্র্যের মধ্যে বাস করে, তাদের এই সুবিধাগুলো পাওয়া উচিত। আমি দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরছি এবং লোকজন বলেছে, আমরা তোমাদের ডক্টরস ক্লিনিক, স্কুল, হাসপাতাল ইত্যাদি সকল সুযোগ-সুবিধার সুবিধা পাচ্ছি কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ এবং জল পাচ্ছি না।

কেজরিওয়াল আরও বলেন, আম আদমি পার্টির ওপর একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। ছবিটি সাংবাদিকদের দেখানো উচিত ছিল। এটি ছিল একটি ব্যক্তিগত স্ক্রিনিং। কোনও ভোট চাওয়া হচ্ছিল না। তাহলে বিজেপি এত ভয় পায় কেন? আমি এটি দেখিনি তবে বলা হচ্ছে, বিজেপি কীভাবে ষড়যন্ত্র করেছিল এবং আম আদমি পার্টির নেতাদের জেলে পাঠিয়েছিল, তা প্রকাশ করা হবে এই তথ্যচিত্রে। আশা করি অনুমতি পাবো।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, বিজেপির অপকর্ম উন্মোচিত হওয়া উচিত। তথ্যচিত্রটিতে কোনও দলীয় পতাকা ছিল না। নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন ছিল না। কিছুদিন আগে মোদীজির উপর একটি ছবি তৈরি হয়েছিল, তাহলে কি তার জন্যও অনুমতি নেওয়া হয়েছিল? বিজেপি নেতা প্রবেশ ভার্মা অরবিন্দ কেজরিওয়ালের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, আমার মনে হয় মনোনয়নপত্রে সবকিছু ঠিক আছে। বিজেপি চক্রান্ত করে এমনটা করছে।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি খোলাখুলিভাবে স্বীকার করেছে যে কেজরিওয়ালের অনেক কল্যাণমূলক প্রকল্প দিল্লিতে চলছে, যার সুবিধা বিজেপি সদস্যদের পরিবারও পাচ্ছে। আমরা রাজনীতি করতে জানি না, কাজ করতে জানি। আমরা এমন কাজ করি যে আমাদের বিরোধীরাও এর প্রশংসা করে। তিনি বলেন, এটি বিজেপির ইশতেহার নয় বরং এটি ‘কেজরিওয়ালের চিঠি’, যে কেজরিওয়ালের সমস্ত পরিকল্পনা দিল্লিতে অব্যাহত থাকবে। বিজেপি বলছে ‘কেজরিওয়ালের সব কাজ করার জন্য বিজেপিকে ভোট দাও।’ কেজরিওয়ালই যদি সব কাজ ভালোভাবে করবে, তাহলে কেন কেউ বিজেপিকে ভোট দেবে?