ওয়াকফ জমি দুর্নীতি মামলায় জামিন পেলেন আপ বিধায়ক আমানাতুল্লা খান। বৃহস্পতিবার ইডির পেশ করা অতিরিক্ত চার্জশিট খারিজ করে দিল আদালত। একইসঙ্গে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আমানাতুল্লার জামিন মঞ্জুর করে তাঁকে মুক্ত করার নির্দেশ দিয়েছে। এদিন বিচারক জিতেন্দ্র সিংহ ইডির সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করেন। বিচারকের পর্যবেক্ষণ, ‘আমানাতুল্লার বিরুদ্ধে তদন্ত চালানোর প্রয়োজনীয় প্রমাণ থাকলেও, তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নেই।’ এদিন ১ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে আপ নেতাকে জামিন দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় আমানাতুল্লা খানের দ্বিতীয় স্ত্রী মরিয়ম সিদ্দিকীকেও। আদালত তার পর্যবেক্ষণে জানায়, মরিয়মের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় তাঁকেও মুক্তি দেওয়া হচ্ছে।