সাতসকালে দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণ, গোটা এলাকায় ধোঁয়া

সাতসকালে দিল্লিতে বিস্ফোরণ। রবিবার সকালে রাজধানী দিল্লির রোহিনির প্রশান্ত বিহার এলাকায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ এফএসএল দলকে ঘটনাস্থলে ডেকেছে। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার মেঘ ঢেকে যায়। ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম উপস্থিত রয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের আধিকারিকেরা ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছু পাননি। এফএসএল টিমও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দমকল সূত্রে খবর, রোহিণী জেলার প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। সকাল ৭টা ৫০ মিনিটে দমকলকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দমকলের বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।


সূত্রের খবর, স্কুলের পাঁচিলের আশপাশ থেকে বিস্ফোরণের শব্দ আসে। ওই এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়ির জানালাও ভেঙে যায়। স্কুলের পাঁচিলের কাছে বেশ কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের কারণে বিকট শব্দ হতে পারে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। দিল্লি পুলিশের স্পেশাল সেল ঘটনার তদন্ত শুরু করেছে।