দিল্লির রাজপথে ঘুমন্ত ফুটপাতবাসী পিষে দিল দ্রুতগামী ট্রাক (Delhi Accident)। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের পিছনের রাস্তায় ডিভাইডারের উপর ঘুমোচ্ছিলেন ৫ জন। সিলামপুরের দিক থেকে আসা একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে পড়ে এবং তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। দু’জন গুরুতর আহত হন। ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
ভোর ৪ টে ৫৬ মিনিটে পুলিশের কন্ট্রোলরুমে ফোন আসে।দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা।আহতদের জগ প্রবেশ চাঁদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুই ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে – শাস্ত্রী পার্কের বাসিন্দা মুশতাক (৩৫) এবং গান্ধিনগরের বাসিন্দা কমলেশ (৩৬)। মৃতদের শনাক্তকরণ সম্ভব হয়নি।
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৮১ (অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো), ১০৬ (অবহেলাজনিত মৃত্যু) এবং ১২৫এ (অবহেলাজনিত কারণে অন্যের প্রাণকে ঝুঁকিতে ফেলা)-এর অধীনে এফআইআর দায়ের করেছে। মৃতদের শনাক্তকরণের চেষ্টা চলছে, চলছে পলাতক চালকের খোঁজও।