• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

লাদাখে পাহাডি় হড়পা বানে ট্যাঙ্কসহ ভেসে অফিসারসহ ৫ সেনার মৃত্যু, শোকবার্তা প্রতিরক্ষামন্ত্রীর

লেহ, ২৯ জুন- ভারত-চিন সীমান্তে বোধি নদীতে ভেসে গেলেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান৷ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হড়পা বানে এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) পাঁচ সেনা জওয়ান ভেসে গিয়েছেন৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ লেহ থেকে প্রায় ১৪৮ কিমি দূরে মন্দির মোডে়র কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় শুক্রবার রাত ১টা নাগাদ চলছিল সেনা

ANI_20210216050

লেহ, ২৯ জুন- ভারত-চিন সীমান্তে বোধি নদীতে ভেসে গেলেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান৷ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হড়পা বানে এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) পাঁচ সেনা জওয়ান ভেসে গিয়েছেন৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ লেহ থেকে প্রায় ১৪৮ কিমি দূরে মন্দির মোডে়র কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় শুক্রবার রাত ১টা নাগাদ চলছিল সেনা প্রশিক্ষণ অভিযান৷ সেই সময় সেনাবাহিনীর দলটি বোধি নদী পেরনোর চেষ্টা করছিল একটি টি-৭২ ট্যাঙ্ক নিয়ে৷ আচমকা নদীর জল বাড়তে শুরু করে৷ সতর্ক হওয়ার আগেই ট্যাঙ্ক-সহ সেনা জওয়ানেরা নদীর হড়পা বানে ভেসে যান৷

সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্তের কাছে ওই মহড়ার কাজটি চলছিল৷ প্রতিরক্ষা আধিকারিকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও এবং চার জওয়ান দৌলত বেগ ওল্ডি এলাকায় একটি নদী পার হওয়ার সময় প্রাণ হারান৷ ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ৷ প্রথমে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল৷ বাকি চার জনের খোঁজ চলছিল৷ পরে সেনাবাহিনীর তরফে জানানো হয়, বাকি চারজনেরও মৃত্যু হয়েছে৷ পরে সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে৷

ওই ঘটনায় শনিবার শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ৷ তিনি বলেন, ‘লাদাখে দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত৷ দেশের জন্য এই সেনা জওয়ানদের অবদান ভুলব না৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ গোটা দেশ তাঁদের পাশে রয়েছে৷ ’

গত বছর একইরকম এক দুর্ঘটনা ঘটেছিল এই এলাকায়৷ এক জুনিয়র কমিশনড অফিসার-সহ ৯ জন জওয়ানকে নিয়ে একটি সেনা ট্রাক পডে় যায় খাদে৷ মারা যান সকলেই৷