• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে নিজের এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছাবার্তা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিনিধিত্বমূলক চিত্র

৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে নিজের এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছাবার্তা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডেলে রাজনাথ লিখলেন, ‘ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানাই। শুধু ভারতই নয়, গোটা বিশ্ব ওঁর দূরদর্শিতা এবং দৃঢ় নেতৃত্বকে দেখেছে এবং অনুভব করেছে। মোদীজি তৎপর, তন্ময় এবং তপস্যার সঙ্গে দেশকে নেতৃত্বদান করে এসেছেন এবং আজও করে চলেছেন। #HappyBdayModiji’

রাজনাথ আরও জানান, ‘গরিব কল্যাণ থেকে শুরু করে সমাজের প্রতিটি ব্যক্তির কল্যাণের জন্য মোদীজি চিন্তা করেছেন আর তার জন্য মনোযোগের সঙ্গে কাজ করেছেন। মোদিজীর নেতৃত্বে আমাদের দেশ আজ বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছোনোর জন্য এক সক্ষম এবং সশক্ত রাষ্ট্র হিসেবে নিজের পরিচিতি তৈরি করছে।’

রাজনাথের বক্তব্য, বিগত দশ বছরে প্রধানমন্ত্রী মোদীর নিরলস এবং কঠোর পরিশ্রমের ফলে ভারত উন্নতির নতুন শিখরে পৌঁছোতে পেরেছে। তিনি লেখেন, ‘…আমি তাঁর (মোদী) দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

নিজের ৭৪-তম জন্মদিনের দিন মোদী উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ২৬ লক্ষ বাড়ি। ভুবনেশ্বরের গাদাখানাতে এই উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে।

প্রতি বছর মোদীর জন্মদিন পালন করতে বিজেপি ‘সেবা পরব’ বলে একপক্ষকাল ব্যাপী একটা উৎসব পালন করে। নাগরিক কল্যাণের প্রতি মোদীজির দায়বদ্ধতা এবং অবদানের গুরুত্বকে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য।

তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান।