• facebook
  • twitter
Friday, 22 November, 2024

লোকসভা নির্বাচনে পছন্দের প্রার্থীর পরাজয়, ৪ সমর্থকের আত্মহত্যা 

মুম্বাই, ১৭ জুন –  লোকসভা নির্বাচনে পছন্দের প্রার্থীর পরাজয় মেনে নিতে পারলেন না সমর্থকরা। ফলাফল প্রকাশের পর থেকে রবিবার পর্যন্ত চারজন সমর্থক দুঃখে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের বিড লোকসভা কেন্দ্রে। একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন বিড কেন্দ্রে হেরে যাওয়া বিজেপি প্রার্থী পঙ্কজা মুণ্ডে। এমন চরম সিদ্ধান্ত না নেওয়ার জন্য  সমর্থকদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি ।

মুম্বাই, ১৭ জুন –  লোকসভা নির্বাচনে পছন্দের প্রার্থীর পরাজয় মেনে নিতে পারলেন না সমর্থকরা। ফলাফল প্রকাশের পর থেকে রবিবার পর্যন্ত চারজন সমর্থক দুঃখে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের বিড লোকসভা কেন্দ্রে। একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন বিড কেন্দ্রে হেরে যাওয়া বিজেপি প্রার্থী পঙ্কজা মুণ্ডে। এমন চরম সিদ্ধান্ত না নেওয়ার জন্য  সমর্থকদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি ।

প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়েছেন পছন্দের প্রার্থী। সেই দুঃখে আত্মহত্যা করছেন একের পর এক সমর্থক। লোকসভা ভোটের ফল প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত ৪ জন সমর্থক এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। বিড লোকসভা কেন্দ্রে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন পঙ্কজা মুণ্ডে। তবে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেসের  বজরং মনোহরের কাছে মাত্র ৬৫৫৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। এত কম ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে এই হার মেনে নিতে পারেননি তাঁর সমর্থকরা। 

৪ জুন ফলপ্রকাশের পর প্রথম আত্মহত্যার ঘটনা ঘটে ৭ জুন। লাটুরের বাসিন্দা শচীন মুণ্ডে নামে এক সমর্থক আত্মহত্যা করেন। এর পর ৯ জুন পাণ্ডুরাং সোনাওয়ানে নামে আর এক সমর্থন আত্মঘাতী হন। তিনি ওই লোকসভা কেন্দ্রের অম্বাজোগাই এলাকার বাসিন্দা। তৃতীয় মৃত্যুর খবর পাওয়া যায় বিডের আষ্টি এলাকায়। পোপাট ভৈবাসে নামে এক ব্যক্তি প্রিয় নেত্রীর হারের শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। এখানেই শেষ নয়, গত রবিবার ফের এক আত্মহত্যার ঘটনা সামনে আসে শিরুর কাসের এলাকা থেকে। পঙ্কজার সমর্থক গণেশ বাডে নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে খবর পাওয়া যায়। 

 একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে দেখ্যা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার হারের কারণে গত কয়েকদিনে কয়েক জনের আত্মহত্যার খবর পেয়েছি। এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আত্মহত্যার মতো পদক্ষেপ নেবেন না।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রতি মুহূর্তে আপনারা আমায় ঋণের আবদ্ধ করছেন । এই রাজনীতির পিছনে আমার কোনও স্বার্থ নেই। নিজের জন্য কিছু করতে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতিতে খারাপ সময় আসে,  আমিও  ধৈর্য ধরে রয়েছি। আপনারাও আমার পথ ধরে চলুন।’