চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, চিকিৎসকদের দাবি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে, চিকিৎসা পরিষেবা সচল রাখতে কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানায় সুপ্রিম কোর্ট। আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে চিকিৎসক সৌম্যদীপ রায় মঙ্গলবার দুপুরে বলেন, ‘সবটাই শুনেছি। আমরা জেনারেল বডির মিটিংয়ে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
আন্দোলনরত চিকিৎসকরা জানান, ‘আমরা আমাদের কর্মবিরতি এখনই তুলছি না। প্রথমে তাঁরা জানান, বিকেল চারটেয় জেনারেল বডি মিটিং আছে। সেই মিটিংয়ের পরে আমরা বাকি সিদ্ধান্ত নেব।’ তাঁদের প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী কি শুধুই আরজি কর হাসপাতালে থাকবে, নাকি সমস্ত হাসপাতালেই থাকবে? কেন্দ্রীয় বাহিনী যদি থাকেও, তারা কতদিন থাকবে সেটাও সুনিশ্চিত করতে হবে। আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে প্রকৃত দোষী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা আদালতের দিকে তাকিয়ে রয়েছি। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ‘