• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ঠান্ডায় ফের আন্দোলনকারী কৃষকের মৃত্যু

তীব্র ঠান্ডায় মৃত্যু হল আন্দোলনরত এক কৃষকের। দিল্লি উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় মৃত ওই মৃত কৃষক গলন সিংহ নােমর উত্তরপ্রদেশের মজিদাবাদের বাসিন্দা।

প্রতিকি ছবি (Photo: iStock)

তীব্র ঠান্ডায় মৃত্যু হল আন্দোলনরত এক কৃষকের। দিল্লি উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় মৃত ওই মৃত কৃষক গলন সিংহ নােমর উত্তরপ্রদেশের মজিদাবাদের বাসিন্দা। ময়নাতদন্তের প্রাথমিক রিপাের্টে উল্লেখ করা হয়েছে, তীব্র ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে সত্তরােধ গলনের।

কৃষক আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই নিয়ে বিভিন্ন কারণে মােট ২০ জনের মৃত্যু হল। এর আগে প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয়েছে ভীম সিংহ নামে বছর আটত্রিশের এক কৃষকের। সেপ্টেম্বরে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা।

নভেম্বরের মাঝামাঝি দিল্লির একাধিক সীমানায় অবস্থান-বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। বহু কৃষক তার পর থেকেই খােলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। দিল্লির তাপমাত্রা ঘােরাফেরা করছে ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে। ছােট ছােট তাবু করা হলেও হাড় হিম করা ঠান্ডায় রাত কাটানােই মুশকিল হয়ে পড়েছে কৃষকদের কাছে।