• facebook
  • twitter
Monday, 30 December, 2024

দ্রুত রাম মন্দির চত্বরের কাজ শেষের টার্গেট ট্রাস্টের, দেওয়া হল ডেডলাইন

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে। শনিবার নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রাম জন্মভূমিতে নির্মাণ কাজ খতিয়ে দেখেন।

অযোধ্যার রাম মন্দির। ফাইল চিত্র।

উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে। শনিবার নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রাম জন্মভূমিতে নির্মাণ কাজ খতিয়ে দেখেন। তিনি মন্দির ট্রাস্টের আধিকারিক ছাড়াও এলএন্ডটি এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছিলেন। ট্রাস্টের মতে, বাকি থাকা নির্মাণ কাজের জন্য সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নৃপেন্দ্র মিশ্র বলেন, হিন্দু সাধুদের মন্দিরের মধ্যে পুষ্করি নামে একটি হ্রদ নির্মাণাধীন রয়েছে। আগামী জুনের মধ্যে হিন্দু সাধুদের ৬টি মন্দির, একটি পুকুর ও এক কিলোমিটার দীর্ঘ দেওয়াল নির্মাণের কাজ শেষ হবে। প্রাচীর নির্মাণে ৩ লক্ষ ঘনফুট পাথর ব্যবহার করা হবে। জয়পুরে হিন্দু সাধুদের মূর্তি নির্মাণ চলছে। জানুয়ারির শেষ সপ্তাহে তা পরিদর্শন করা হবে। সব মন্দিরের কাজ শেষ হলে মূর্তিগুলি স্থাপনের জন্য অযোধ্যায় আনা হবে।

রাম জন্মভূমি মন্দিরে প্রবেশের জন্য চার দিকের প্রস্তাবিত প্রবেশদ্বারগুলি ইতিহাসের বিখ্যাত ওস্তাদের নামে নামকরণ করা হবে। সেই সব নাম এখনও ঠিক হয়নি। সেই সঙ্গে মন্দির চত্বরের ভিতরের রাস্তার কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী বছরের মার্চে রাম নবমীর আগে এটি শেষ হওয়ার কথা।

এই বৈঠকে নির্মাণ কমিটির চেয়ারম্যান ও নির্মাণ সংস্থার আধিকারিকদের মধ্যে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ৭০ একর বিশিষ্ট মন্দির কমপ্লেক্সের মধ্যে ৪০ একর জায়গা হবে সবুজ এলাকার জন্য। এর মধ্যে ১৮ একর বিশিষ্ট হরিতকি বীথি মার্চের মধ্যে প্রস্তুত হবে। সপ্তর্ষি মন্দিরের কাজ শেষ হলে তাদের মাঝে তৈরি হবে ফুলে ভরা সুন্দর পুকুর। বৈঠকে উপস্থিত শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি অনিল মিশ্র এই সমস্ত তথ্য জানিয়েছেন।