• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

মেঘালয় সীমান্তে বাংলাদেশের ছাত্রলীগের প্রাক্তন প্রধান ইসহাক আলীর মৃতদেহ উদ্ধার

তাঁকে খুন করা হয়ে থাকতে পারে, এরকম মতও শোনা যাচ্ছে।

বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না (৬০)–র মৃতদেহ মেঘালয় সীমান্তে উদ্ধার করা হয়েছে। তাঁর দেহ মেঘালয়ের উমকিয়ং থানার হেফাজতে রয়েছে। সূত্রের খবর, গত সোমবার উমকিয়ং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মৃতদেহ এখন পুলিশের হেফাজতে মর্গেই রয়েছে।

জানা যায়, শনিবার ভোররাতেই মেঘালয়ের ডাউকি এলাকায় পাহাড় পার হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইসহাক আলী খান। তাঁকে খুন করা হয়ে থাকতে পারে, এরকম মতও শোনা যাচ্ছে। শিলংয়ে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবারের সদস্যরা মৃতদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসহাক আলী ঢাকা শহরে আত্মগোপন করেছিলেন। এরপর তিনি ভারতে পালানোর উদ্দেশ্যে সিলেটে যান। সিলেটের তামাবিল এলাকা দিয়ে মেঘালয়ের ডাউকিতে পৌঁছন। সেখানেই পাহাড়ে ওঠার সময় তাঁর মৃত্যু হয়।