• facebook
  • twitter
Thursday, 24 April, 2025

রানার সঙ্গে দাউদ যোগ? ফোনালাপ মেলাতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, ২০০৫ সাল থেকে মুম্বই হামলার পরিকল্পনা করছিল তাহাউর রানা ও ডেভিড হেডলি সহ অন্যান্য চক্রীরা।

ফাইল চিত্র

সদ্য আমেরিকা থেকে ভারতে আসা ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করে মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিল্লিতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সদর দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন দক্ষ গোয়েন্দা আধিকারিকরা। রবিবার তাঁর এনআইএ হেফাজতের তৃতীয় দিনের মাথায় উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল রানার। সেই বিষয়ে স্পষ্ট হতে রানাকে নাগাড়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

এ বিষয়ে একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রানার কয়েক ডজন ফোনালাপ ঘেঁটে দেখা হচ্ছে, ফোনে অধিকাংশ সময় তার সঙ্গে কথা হতো ২৬/১১ হামলার অপর অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে। এই ফোনালাপে দাউদ-যোগের ইঙ্গিত মিলতে পারে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

প্রসঙ্গত পূর্বেই এনআইএ দাবি করেছে, জঙ্গি সংগঠন লশকর-এ-তোইবার সঙ্গে রানার যোগ ছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গেও রানা যোগাযোগ রাখতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাতে তদন্তের সুবিধা হয়। সেই নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েও দেওয়া হয়েছে। ফোনালাপগুলির সঙ্গে রানার এই কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

ইতিমধ্যে রানাকে জেরা করে এক নতুন নাম সামনে এসেছে। দুবাইয়ের অন্য এক ব্যক্তির নাম উঠে এসেছে তদন্তে। ওই ব্যক্তি হেডলির অনুরোধে রানার সঙ্গে দেখা করেছিলেন। তদন্তকারীদের অনুমান, ওই ব্যক্তি মুম্বই হামলার বিষয়ে অনেক কিছু জানতেন। তাঁর সঙ্গেও দাউদ বা তাঁর ডি-কোম্পানির যোগ থাকাটা অসম্ভব নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এনআইএ তদন্তের জেরে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, ২০০৫ সাল থেকে মুম্বই হামলার পরিকল্পনা করছিল তাহাউর রানা ও ডেভিড হেডলি সহ অন্যান্য চক্রীরা। রানার সঙ্গে হেডলির ফোনালাপ থেকেই অনেক তথ্য স্পষ্ট হতে পারে বলে সূত্র উল্লেখ করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। তদন্তে প্রাপ্ত তথ্যগুলি এক সূত্রে জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। মুম্বই হামলার পরিকল্পনার নেপথ্যে প্রকৃতপক্ষে কারা ছিলেন, পর্দার পিছনে থেকে কারা কাজ করেছেন, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাইছে এনআইএ।

জানা গিয়েছে, মুম্বই হামলার কয়েকদিন আগেই সস্ত্রীক ভারতে এসেছিলেন তাহাউর রানা। তিনি শহরের অনেক জায়গায় ঘুরেছিলেন। সে সময় কেন এই সফর করেছিলেন রানাকে সেই প্রশ্নও করছে তদন্তকারীরা। আদালতে এনআইএ জানিয়েছে, ভারতের একাধিক শহরে হামলার চক্রান্ত করেছিলেন রানা।

উল্লেখ্য, তাহাউর রানা পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তিনি এত দিন আমেরিকায় বন্দি ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আদালতের নির্দেশের ভিত্তিতে এনআইএ তাঁকে ১৮ দিনের হেফাজতে পেয়েছে। অভিযুক্তকে দিল্লির সিজিও কমপ্লেক্সের এনআইএ দপ্তরে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। তিনি তদন্তকারীদের কাছ থেকে কেবল কাগজ, কলম এবং কোরান চেয়ে নিয়েছেন। সেগুলিই এখন তাঁর জীবনের সঙ্গী।

News Hub