• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গুজরাতে দক্ষিণেশ্বর আদলে মন্দির 

৪৫ বছরে স্বপ্নপূণ ঘটলাে। দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হলাে গুজরাতে।

দক্ষিণেশ্বর মন্দির (Photo: iStock)

৪৫ বছরে স্বপ্নপূণ ঘটলাে। দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হলাে গুজরাতে। নিজের জন্মভূমি বাংলা থেকে কর্মভূমি গুজরাতের সুরাত শহরে ৪৫ বছর আগে কয়েকজন বাঙালি মিলে স্বপ্ন দেখেছিল কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দিরের ন্যায় একটি মন্দির প্রতিষ্ঠার। 

নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ হয়েছে সুরাতে বসবাসকারী বাঙালি স্বর্ণকার সমাজ ও অন্যান্য বাঙালিদের প্রচেষ্টয়। গত বুধবার গুজরাতের সুরাত শহরের পিপলােদ এলাকায় শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের প্রতিষ্ঠা সংকল্প পূজা সংগঠিত হয়। 

বৃহস্পতিবার দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠার পূজা হয় বলে জানা গেছে। বাঙালী জুয়েলারী সমাজ দ্বারা পরিচালিত শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের পক্ষ থেকে জানানাে হয় যে, করােনা পরিস্থিতর কারণে গুজরাত সরকার নির্দেশিত সামাজিক স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করা হয়েছে।