• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দৈনিক সংক্রমণ হ্রাস, ২৪ ঘন্টায় মৃত্যু তিন হাজারেরও বেশি

রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে সংক্রমিত হয়েছেন ৮০,৮৩৪ জন।

প্রতীকী ছবি (File Photo: AFP)

রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে সংক্রমিত হয়েছেন ৮০,৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ একটা কম হল। দেশে মােট করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৪,৩৯,৯৮৯।

দেশে সার্বিক টিকাকরণের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিজের হাতে তুলে নিয়েছে। দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা রাশ টানা গেলেও দৈনিক মৃত্যু এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে। শনিবার দৈনিক মৃত্যু ছিল চার হাজারের উপরে। রবিবার তা ৩,৩০৩ হয়েছে।

করােনার প্রকোপে গােটা দেশে এখনও পর্যন্ত ৩,৭০,৩৮৪ জন রােগীর মৃত্যু হয়েছে। করােনা ঠেকানাে তখনই সম্ভব দেশের সিংহভাগ নাগরিককে টিকাকরণের আওতায় আনা যায় এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দৈনিক করােনা পরীক্ষা ২০ লক্ষের উপরে থাকলেও শনিবার তা কমে হয়েছে ১৯,২০,৪৭৭। রবিবার তা আরও কমেছে। ১৯,০০,৩১২ জনের করােনা পরীক্ষা হয়েছে রবিবার।