• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্থলভাগের থেকে ক্রমশ দূরত্ব কমছে ঘূর্ণিঝড় ‘দানা’র

আজ মধ্যরাত থেকে ভিতরকণিকা ও ধামারাতে শুরু হবে ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল। উপকূলবর্তী সমস্ত এলাকায় ঘণ্টায় ১২০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

চারিদিক অন্ধকার করে আসছে। ক্রমশ স্থলভাগের দিকে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। স্থলভাগের সঙ্গে কমছে ঘূর্ণিঝড়ের দূরত্ব।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ওড়িশার পারাদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকে ভিতরকণিকা ও ধামারাতে শুরু হবে ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল। এই সময় উপকূলবর্তী সমস্ত এলাকায় ঘণ্টায় ১২০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে বাংলার পূর্ব মেদিনীপুরে। ‘দানা’র ল্যান্ডফলের সময় পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি-সহ উপকূলবর্তী এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১২০ কিমি। তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে সমুদ্রে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ‘দানা’র ল্যান্ডফলের সময় দিঘায় জলোচ্ছ্বাসের উচ্চতা থাকতে পারে ১ থেকে ২ মিটার।

সমুদ্রতীরে সকাল থেকেই দেখা মিলেছে বহু পর্যটকের। তাঁদের মাইকিং করে সতর্ক করা হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফাঁকা করা হয়েছে পর্যটনকেন্দ্রগুলি। এমনকি উপকূলবর্তী এলাকা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে এইসব এলাকায় পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তৈরি রয়েছে আপৎকালীন টিমও।