উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইটে সাইবার হানা

উত্তরাখণ্ড রাজ্য সরকারের সরকারি পরিষেবায় সাইবার হানার ঘটনায় চাঞ্চল্য। সাইবার হানা হওয়ায় উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটে। উত্তরাখণ্ড রাজ্যের সচিবালয় ও মুখ্যমন্ত্রীর দপ্তরকেও টার্গেট করে, এমনটাই জানাচ্ছে সরকার।

উত্তরাখণ্ড সরকারকে আইনি সাপোর্ট দেওয়া একটি সংস্থা জানাচ্ছে, প্রায় ১০০টি সরকারি ওবেবসাইট হ্যাকারদের কবলে চলে যায়। সচিবালয়-সহ কোনও সরকারি অফিসে বৃহস্পতিবার পরিষেবা দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, জমি ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রেশনের মতো কাজ বন্ধ থাকে।

শুক্রবার সকাল পর্যন্ত সরকারি পরিষেবায় অচলাবস্থা কাটেনি। উত্তরাখণ্ড ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থা’ (আইটিডিএ)-র এক্সপার্টরা হ্যাকারদের ঠেকাতে কাজ করে চলেছে। উত্তরাখণ্ড রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব ও আইটিডিএ-র ডিরেক্টর সাইবার হানার বিষয়টি জানতে পারেন। তারপর আইটিডিএতে যান উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি সচিব ও আইটিডিএ-র ডিরেক্টর।