রতন টাটা গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি। রয়টার্স সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও শেষ পাওয়া খবরে টাটা গ্রুপ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। রতন টাটা, টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। গত সোমবার তিনি নিয়মিত মেডিকেল চেক আপ করেন। সোমবার তাঁর স্বাস্থ্যের অবনতি সম্পর্কে গুজব প্রকাশের পরে রতন টাটা একটি বিবৃতি প্রকাশ করে ইনস্টাগ্রাম-এ লিখেছিলেন, ‘আমি আমার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গুজব সম্পর্কে সচেতন এবং সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই যে এই দাবিগুলি ভিত্তিহীন। আমি বর্তমানে মেডিকেল চেক-আপের অধীনে আছি আমার বয়সজনিত চিকিৎসা ব্যবস্থার কারণে।’
২০০০ সালে পদ্মভূষণের পর ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন রতন টাটা। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রতন নেভাল টাটা। তিনি একজন ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। তিনি ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের নেতৃত্ব দেন। টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেটলি, কোরাস এবং জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণের মাধ্যমে টাটা গ্রুপকে বিশ্বে পরিচিত করে তোলেন। ২০১৬-র অক্টোবর থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। টাটা গ্রুপের দাতব্য ট্রাস্টের দায়িত্ব পালন করে চলেছেন তিনি ।
বুধবার সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, রতন টাটার শারীরিক পরিস্থিতি সত্যিই আশঙ্কাজনক। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।